![WhatsApp-Image-2023-01-10-at-2.58.44-PM](https://sp-ao.shortpixel.ai/client/to_auto,q_glossy,ret_img,w_779,h_779/https://chitrosutra.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-10-at-2.58.44-PM.jpeg)
বানীব্রত রায়
বাংলা ভাষা ও সাহিত্যে এমএ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষা ও গবেষণা অনুষদ, ঢা বি থেকে এম এড। অনুবাদক ও দোভাষী হিসেবে কাজ করেছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায়। বর্তমানে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষার খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন।