মাহমুদুল হোসেন
চলচ্চিত্রসংসদ কর্মী । জন্ম ১৯৬০ সালে, ঢাকায় । দৃশ্যশিল্পের নানা শাখায় লেখালেখি ও অনুবাদ করেন। প্রকাশিত উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ হলো অন ফটোগ্রাফি, ক্যামেরা লুসিডা, কাকে বলে সিনেমা। মৌলিক গ্রন্থের মধ্যে রয়েছে চলচ্চিত্রের রূপ-অরূপ, প্রামাণ্য চিত্রকথা, ডিজিটাল ইমেজ; রাজনীতি, নন্দনতত্ত্ব ও অন্যান্য।