আবুল মনসুর
শিল্প-শিক্ষক ও সমালোচক অধ্যাপক আবুল মনসুর চার দশক ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে শিল্পকলার ইতিহাস পড়িয়েছেন। দেশের অগ্রগণ্য এই শিল্প সমালোচক ঢাকার চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি নেন ১৯… সালে। এরপর ভারতের বরদায় শিল্পকলার ইতিহাস বিষয়ে উচ্চশিক্ষা নেন। তাঁর উল্লেখযোগ্য প্রকাশিত বই: শিল্পী, দর্শক, সমালোচক, শিল্পকথা শিল্পীকথা, কবিতা ছবিতা।