অসিত পাল
শিল্পী অসিত পাল শিল্প সৃষ্টিতে প্রাণিত থাকার পাশাপাশি গত শতকের সত্তর দশকের শিল্প আন্দোলনের সৈনিক হিসেবে সোচ্চার ছিলেন। নব্বইয়ের দশকে তার সৃষ্টি ধৃতি আর্ট সেন্টার থেকে চারুচেতনা-র মতো একটি প্রাণবন্ত, স্বেচ্ছাসেবী সংগঠনের জন্ম। শিল্পী অসিত পালের জন্ম ঊনিশশ পঞ্চাশ সালে। কলকাতার কলেজ অফ আর্টস এন্ড ক্রাফটস্ থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন। ঊনিশশ ঊনষাট সালে বোম্বের রামপর্ট আর্ট গ্যালারির এক যৌথ প্রদর্শনীতে প্রথম তার শিল্পকর্ম প্রদর্শিত হয়। তারই ধারাবাহিকতায় গত পাঁচ দশক ধরে তার শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে অসংখ্য একক ও যৌথ প্রদর্শনীতে, ভারতের বিভিন্ন শহরের স্বনামধন্য প্রদর্শনশালায়। মুন্সিয়ানা দেখিয়েছেন ন্যাটিভ আর্ট অফ চিৎপুর শির্ষক গবেষণা কর্মে। শিল্প-বিষয়ক লেখালেখিতেও তিনি সরব, সম্পাদনা করেছেন শিল্প সম্বন্ধীয় বিভিন্ন গ্রন্থ। 'আদি পঞ্জিকা' দর্পন গ্রন্থের জন্য ভূষিত হয়েছেন বাংলা আকাদেমি পুরস্কার-এ।