পাভেল পার্থ
হাইল হাওর, বালিশিরা পাহাড়, বিস্তীর্ণ চাবাগান আর লাউয়াছড়া বর্ষারণ্য ঘেরা ছোট্ট শহর শ্রীমঙ্গলে জন্ম ১৯৭৬ সনে। অক্ষরে হাতেখড়ির আগেই রঙ-তুলি। দশ বছর বয়সে খেজুরীছড়া চা বাগানে খাড়িয়া, মুন্ডা ও সাঁওতাল বসতিতে আদিবাসী জীবন সংস্কৃতির পয়লা পাঠ। আগ্রহের জায়গা প্রতিবেশ-রাজনীতি, অরণ্য-বিজ্ঞান, লোকায়ত জ্ঞান, পুস্তকবিহিন ধর্ম দর্শন, এজেন্সি, প্রাণবৈচিত্র্য, পরিবেশন ও উপস্থাপনের রাজনীতি, নদীকৃত্য, বীজের রাজনীতি, স্মৃতি-বিস্মৃতি, জলবায়ু ন্যায়বিচার, কর্পোরেট বাহাদুরি, জনসংস্কৃতি ও নিম্নবর্গের সংগ্রাম। মধুপুরের প্রাণবৈচিত্র্য, অরণ্যের লড়াই, উত্তরবঙ্গের আদিবাসী মুক্তিযোদ্ধা, বীজের সংকট, খাদ্য-লংঘন ও লড়াই এবং বন্দীসেলাই ও সংগ্রাম গবেষণাধর্মী পুস্তকসমূহ প্রকাশিত। ইকোপার্ক, বহুজাতিক খনন এবং উন্নয়ন-বাহাদুরির বিরুদ্ধে নিম্নবর্গের আন্দোলনে জড়িত। ছোট কাগজ, জার্নাল, সাময়িকীসহ নানা দৈনিকে নিয়মিত লেখালেখি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে স্নাতকোত্তর এবং বাংলাদেশে প্রথম বৃহৎ পরিসরের জনউদ্ভিদ সমীক্ষার অভিজ্ঞতা।