রাজীব দত্ত
রাজীব দত্তের জন্ম চট্টগ্রামে। পড়াশোনা চট্টগ্রাম বিশ্বিদ্যালয়ে, চিত্রকলায়। ভিজ্যুয়াল আর্টিস্ট এবং লেখক। ঢাকার কলাকেন্দ্রে ২০১৫ তে তার একক প্রদর্শনী হয়। এছাড়া বিভিন্ন যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। তাঁর প্রকাশিত কবিতার বই: সাবানের বন (২০১৫), ফরসা একটা ফল গড়িয়ে যাচ্ছে (২০১৯) এবং মেটাফিকশন: রিউমার (২০২১)।