এহসানুল কবির

ভাষাতাত্ত্বিক ও অনুবাদক। জন্ম ১৯৮০ খ্রিস্টাব্দ, কক্সবাজার। বর্তমান নিবাস মেলবোর্ন। সাহিত্য, ভাষাতত্ত্ব, অনুবাদ প্রভৃতি বিষয়ে প্রবন্ধ লিখে থাকেন। সম্পাদিত স্যাটায়ার অণুকাগজ গুরুচণ্ডাল । সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘বিশদ বাঙলা’র ঘরোয়া কাগজ বিশদ সংবাদ এর নির্বাহী সম্পাদক ছিলেন। কাঠামোবাদ, উত্তর কাঠামোবাদ ও রলাঁ বার্থ শিরোনামে বক্তৃতা করেছেন ‘বিশদ বাঙলা’ থেকে বিবর্তিত প্রতিষ্ঠান ‘বিস্তার : চিটাগাং আর্ট কম্প্লেক্স’ এর ডাকে সাড়া দিয়ে। ‘প্র্যাক্সিস : নিউ রিডার্স সোসাইটি’র আমন্ত্রণে চিন্তামূলক গদ্যের বঙ্গানুবাদ : সীমাবদ্ধতা ও সম্ভাবনা শীর্ষক আলাপে রেখেছেন মূল আলোচকের ভূমিকা। অনুবাদভিত্তিক সাহিত্যপত্র সিন্দাবাদ এর ‘মারিয়ো বার্গাস ইয়োসা’ সংখ্যার অতিথি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আগুনখোলা, উলুখাগড়া, কথা, উত্তরাধিকার (নব পর্যায়), কালি ও কলম, আর্টস্‌ (বিডি নিউজ ২৪), সত্যজিৎচর্চা, প্রথম আলো”, পোনামাছের ঝাঁক সহ নানান মুদ্রণ ও বৈদ্যুতিন মাধ্যমে প্রবন্ধ, নিবন্ধ ও কবিতা প্রকাশিত হয়েছে।

আচানক, এক নারী দর্শক: লরা মালভির সঙ্গে আলাপ

ব্রিটিশ নারীবাদী চলচ্চিত্র-তাত্ত্বিক ও চলচ্চিত্র নির্মাতা লরা মালভির জন্ম ১৯৪১ সালে। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ লন্ডনের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে অধ্যাপক হিসাবে কর্মরত।...