আবুল মনসুর

আবুল মনসুর জন্মেছেন চট্টগ্রামে। চারুকলায় শিক্ষা ঢাকা ও ভারতের বরোদায়। ১৯৭৪ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ‌্যালয়ে চারুকলার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে ২০১২ সালে অবসর নিয়েছেন। বাংলাদেশের অন‌্যতম শিল্পতাত্ত্বিক, আলোচক ও লেখক। দৃশ‌্যকলা বিষয়ে এ-পর্যন্ত বাংলা ও ইংরেজিতে তাঁর প্রকাশিত পুস্তকের সংখ‌্যা আট, জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল, পত্রপত্রিকা ও প্রদর্শনীর ক‌্যাটালগে লেখার পরিমাণ শতাধিক। দৃশ‌্যকলার জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অসংখ‌্য সেমিনার , সিম্পোজিয়াম, সম্মেলনে নিবন্ধ পাঠ, আলোচনা, উপস্থাপন, পরিচালনা ইত‌্যাদির মাধ‌্যমে পরিচিতি অর্জন করেছেন। এছাড়া অন‌্যান‌্য বিষয়েও লেখেন; কবিতা আর গল্প রচনার ক্ষেত্রেও রয়েছে পদচারণা। পুস্তকের প্রচ্ছদ ও অলংকরণ, পোস্টার ও অন‌্যান‌্য ব‌্যবহারিক শিল্পের জগতে সক্রিয় রয়েছেন বহুকাল।

সর্বশেষ কুলপতির প্রস্থান

এ-বছর শিল্পী সফিউদ্দীন আহমেদের জন্মের শতবর্ষ পূর্ণ হলো। এ-দেশের পথিকৃৎ শিল্পীদের অন্যতম তিনি। বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক। রেখাচিত্র, ছাপচিত্র ও তেলচিত্র এই তিন মাধ্যমেই...