আবীর আবদুল্লাহ
আবীর আবদুল্লাহ একজন স্বাধীন আলোকচিত্রী, আলোকচিত্র সম্পাদনাকারী এবং প্রশিক্ষক। তিনি বাংলাদেশের অলিয়ঁস ফ্রঁসেজ, ঢাকা সহ বিভিন্ন গ্যালারি ও প্রতিষ্ঠানে আলোকচিত্র বিষয়ক বিভিন্ন কর্মশালায় পাঠদান করেন। বাংলাদেশের সর্বাধিক পরিচিত পত্রিকা ‘প্রথম আলো’ পত্রিকায় দীর্ঘসময় ধরে আলোকচিত্র সম্পাদনাকারী হিসেবে কাজ করেছেন। কর্মজীবনের শুরুর দিকে আবীর আবদুল্লাহ ১৯৯৩ সালে বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউটে পড়াশোনা করেন, পরবর্তীতে ১৯৯৯ সালে পাঠশালা মিডিয়া ইনস্টিটিউট থেকে ফটোজার্নালিজমের উপরে ডিপ্লোমা নেন। তৎকালীন সময় ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশন ‘প্রেজার অব লাইফ’ শিরোনামে তিন বছর মেয়াদী একটি সেমিনারের জন্যে আবীর আবদুল্লাহকে সহযোগিতা করে। ১৯৯৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত দৃক গ্যালারিতে তিনি স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন, একই সাথে তিনি ২০০৬ সালে ‘দৃক নিউজ’ র প্রতিষ্ঠাকালীন সদস্য। আবীর আবদুল্লাহ ২০১১ সালে ওয়ার্ল্ড প্রেস ফটো’র জুরি বোর্ডেরও সদস্য ছিলেন। তাঁর আলোকচিত্র নানাভাবে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে করা কাজ ‘ভেটেরান্স অব বাংলাদেশ লিবারেশন ওয়ার ইন নাইন্টি সেভেন্টি ওয়ান’- এর জন্যে ২০০১ সালে ‘মাদার জোনস’ পুরস্কার পেয়েছেন। ২০০৮ সালে ন্যাশনাল ডিজাস্টার ক্যাটাগরিতে এনপিপিএ কর্তৃক বেস্ট অব জার্নালিজমে প্রথম স্থান অধিকার করেন। প্রতিটা মুহূর্তে কাজ করে যাওয়া আবীর আবদুল্লাহ পেয়েছেন অসংখ্য স্বীকৃতি। ২০০৩ সালে, তিনি একই সাথে পেয়েছেন অ্যালেক্সিয়া ফাউন্ডেশন প্রফেশনাল গ্রান্টস এবং সুইজারল্যান্ডের ভেভে ইন্টারন্যাশনল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে লাইকা রিপোর্টেজ পুরস্কার। আবীর আবদুল্লাহ’র কাজ নিউ ইয়োর্ক টাইমস, দ্য নিউ ইয়োর্কার, টাইম, দি গার্ডিয়ান, দ্য টেলিগ্রাফ, স্টার্ন, ডের স্পিগেল, নিউ ইন্টারন্যাশনালিস্ট ম্যাগাজিন এবং অন্যান্য অনেক আন্তর্জাতিক প্রকাশনায় প্রকাশিত হয়েছে। একই সাথে তিনি হেইডন প্রকাশিত ব্লিংকের বিশ্বের শক্তিশালী ১০০ জন আলোকচিত্রীদের একজন। ওয়ার্ল্ড প্রেস প্রকাশিত নিউ স্টোরিজ শিরোনামের বইতেও তাঁর বিশেষ উল্লেখ রয়েছে।